ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে দোকান মালিককে জরিমানা
স্টাফ রিপোর্টার
বাগেরহাট ফকিরহাট উপজেলার নলধা-মভাগ ইউনিয়নের মভাগ এলাকায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে অনিয়ম পাওয়ায় দুইটি দোকান মালিককে জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সুত্র জানা গেছে একটি মুদি দোকানর সাথে সার ও কীটনাশক বিক্রির অপরাধে উজ্জল কৃষি ঘরের মালিক মোঃ ইকবাল শিকদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট সানজিদা বেগম ।
অপরদিক, মভাগ এলাকায় লাইসন্স বিহিন ডহরমভাগ এলাকায় সার ও কীটনাশক পণ্যের দোকান পরিচালনা করার অভিযাগ মোঃ মামুন খান কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান কালে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা , উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব দাশসহ মডেল থানা পুলিশর একটি দল উপস্থিত ছিলন।