বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

প্রাকৃতি থেকে হারিয়ে যাচ্ছে কদম ফুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৩৯ বার পঠিত

 

মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি

বাঙ্গালী জাতির প্রিয় ঋতু বর্ষা আর ষড়ঋতু।সেই সাথে বর্ষার আগমন ঘটে অসাধারন মনোমুগ্ধকর “কদমফুল” ফোটার মধ্যে দিয়ে।তেমনই ফুল ফুটতে দেখা মিলে নড়াইল জেলার বিভিন্ন জায়গায়। দেখতে মনে হয় প্রকৃতির যেন সেজেছে কদমফুল দিয়ে।কদমফুল পথচারীদের এবং ফুল প্রিয় ব্যাক্তিদের মন ও নজর কেড়ে নেয়।

অনেকেই তার প্রিয়জনকে এই ধরনের ফুল সংগ্রহ করে উপহার দেন।আবার বিভিন্ন অনুষ্ঠানে নারীগন দল বেধেঁ মাথার চুলে আবদ্ব করেন কদমফুল। আষাঢ় মাসের পূর্বের থেকে এবার বর্ষাকাল শুরু আর গাছে গাছে ফুটতে শুরু করেছে সৌন্দর্যময় বান্ধব মনোমুগ্ধকর কদমফুল।

বাতাসের ঢেউয়ের সাথে মিলিত হয় পাখিরা সেইসাথে গাইতে থাকে মিষ্টি সুরের গান। যেমন-বিখ্যাত কবিতা ও গান বর্ষাকাল আর কদমফুলকে নিয়ে।বর্তমান গ্রামগন্জে কিংবা শহরে আগের মত তেমন চোখের দেখা মেলে না এই কদমফুল।প্রকৃতির থেকে বিলিন হয়ে যাচ্ছে খুবই চেনা বর্ষার কদমফুল।
গাছের উচ্চতা ৫০ থেকে ৬০ ফুল,পাতা লম্বা এবং সবুজ রংঙের চকচকে,ফুল গোলাকার প্রকৃতির হয়ে থাকে ও সুঘ্রাণময়।ফুলের কালার হলুদ।

কদম গাছের ছাল জ্বরের জন্য উপকারীতা,পাতার রস কৃমিদমনের জন্য অত্যান্ত কার্যকরী,মুখের ঘা’র জন্য পাতার রস খুবই উপকারীতা। ম্যাচফ্যাক্টরীতে কদমফুল গাছের চাহিদা অনেক কারন কদম কাঠ দিয়ে তৈরি করে ম্যাজ।এই বৃক্ষটি এক মূল্যবান বন্ধু কদমগাছ।
ডাঃ এস এম এনামুল হক
(লোহাগড়া নড়াইল)” বিভিন্ন ঔষুধি বনজ বৃক্ষ নিয়ে গবেষণাদি করে থাকেন।

বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই কদমফুল গাছ দেখা যায়। পুরাতন বাগানে এবং বাড়ির আশপাশে দেখা মেলে। মানুষের প্রয়োজনীয় বিভিন্ন ঔষুধি গাছ কেটে প্রয়োজন বা চাহিদা মেটায়। বহুগুনের গুণান্বিত গাছ হারিয়ে যাচ্ছে শুধু নড়াইল জেলা নয় বাংলার বিভিন্ন জেলার থেকে।বিলিন হয়ে যাচ্ছে ঔষুধি গাছ।

প্রকৃতির সৌন্দর্য্যময় গাছ নিঃশেষ যেন না হয়। প্রতিটি সচেতন মানুষের দ্বায়িত্ব ঔষুধি গাছ রক্ষার করা।
রহস্যময় গাছের উদঘাটনের সহযোগীতায় সাংবাদিক-সাথী বেগম- চরদিঘলিয়া,নড়াইল। সাংবাদিক”সাথী বেগম”বলেন গাছ আমাদের জীবন,গাছ আমাদের প্রান। গাছ না থাকলে মানুষের শ্বাস নিঃশ্বাস নিতে পারতো না। আর অক্সিজেন তৈরি করে গাছ। বাতাসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে আর বেচেঁ থাকে মানুষের জীবন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..