প্রাইভেটকার এবং মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ
সোহেল রানা রাজশাহী
ব্যুরো
প্রাইভেটকার এবং মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ। বড়াইগ্রাম উপজেলা কয়েন বাজার ১ কিলোমিটার আগে ঘটনাটি ঘটে। রাজশাহী টু পাবনা মহাসড়ক সংঘর্ষ হয়।সময় ১ঃ৩০ মিনিট মাইক্রোবাস ক্ষতি বেশি হয় ( ঢাকা মেট্রো- চ ১৩-৫০৭৬) অপরটির প্রাইভেট কার ক্ষতি কম হয় ( ঢাকা মেট্রো – গ ৩৭-০৭৬৮) গাড়ি মালিক ও ডাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয় বাধা দেয় জনগন নিরিবিলি স্থানে বসায় ( ঢাকা মেট্রো ৩৭-০৭৬৮) পরবর্তী বনপাড়া হাইওয়ে পুলিশের কর্মকতা স্থানে এসে ঘটনা স্থান নিয়ন্ত্রণ করেন। ২ গাড়ি কেউ আহত ও নিহত হয় নাই।