মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

প্রবাসে বিরোধ না করে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২০১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি মোঃ জিয়াউল হোসেন( জুয়েল)।

প্রবাসে বিরোধ না করে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ঈর্ষা পরিহার করুন। কারো উন্নতি দেখলে খুশি হতে শিখুন। আর বিরোধ ভুলে গিয়ে নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ান।

রাজনীতিতেও কে, কোন দল করলো, তা নিয়ে পড়ে থাকবেন না। প্রবাসীরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের রাষ্ট্রদূত। আপনাদের কর্মকাণ্ডে যেন বাংলাদেশে মুখ উজ্জ্বল হয়।

আমেরিকায় নিউইয়র্কে প্রবাসীদের দেয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৫ টায় প্রবাসী নারায়ণগঞ্জবাসীর উদ্যোগে এ গণসংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জে ২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় নিহতদের স্মরণ, শামীম ওসমান এমপি’র শ্বশুড় সাইফ উদ্দিন আহমেদ, প্রবাসী কাজী আজাহারুল হক মিলন ও মহসিন ননীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন আহমেদ।

এ সময় শামীম ওসমান অভিভাবক এবং মিডিয়ার প্রতি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সাফল্যগাঁথা তুলে ধরারও আহ্বান জানান।

তিনি বলেন, প্রবাসে আমাদের নতুন প্রজন্ম মেধা ও মননে সাফল্য অর্জন করছে। এ সব খবর বেশি প্রকাশ হলে সবার মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। এই মেধাবীরা যদি বাংলাদেশ নিয়ে ভাবে এবং বাংলাদেশে কাজ করে, তাহলে খুব দ্রুত বাংলাদেশে চেহারা বদলে যাবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার সাবেক সভাপতি আরশাদুল বারী আসাদ এবং সভা পরিচালনা করেন শামীম ওসমানের এক সময়ের রাজনৈতিক সহযোগী মনিরুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শামীম ওসমানের সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা’র সভাপতি সালমা ওসমান লিপি এবং ডেমেক্রেট নেতা রেহান রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামরুন নেসা আহমেদ। এসময় শামীম ওসমান এমপি এবং তাঁর সহধর্মিনী সালমা ওসমান লিপিকে ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সায়েরা রেজাসহ স্থানীয় কণ্ঠিশিল্পীরা। এ সময় সমবেত দর্শকদের অনুরোধে বিশেষ অতিথি সালমা ওসমান লিপি একটি সঙ্গীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..