সাভার উপজেলা প্রতিনিধি:
সাভারে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় কামরুল হাসান নামের (২৯) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় অজ্ঞাত আসামীদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় নিজ বাড়িতে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী রুমা আক্তারকে গলা কেটে হত্যা করে দুর্বৃওরা। পরে রাতে অভিযান চালিয়ে এঘটনায় জড়িত মধ্য রাজাশন থেকে কামরুল হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে দশ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
অপরদিকে সাভারের বিরুলিয়া এলাকায় দেশীয় অস্ত্রসহ মুরাদ নামের এক সন্ত্রাসী ও সমন মিয়া নামের এক যুবক এক কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ ও আশুলিয়ার নিশিচন্তপুর থেকে ৩৩ পিচ ইয়াবাসহ এক জনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে তাদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।