প্রবল বর্ষণে রাস্তা ভেঙে দু”গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
পাবনা থেকে আলমগীর কবির পল্লবঃ
পাবনা আমিনপুর থানাধীন কাশীনাথপুর ফুলবাগান হতে দক্ষিন দিক দিয়ে আত্রাই নদীর কোল ঘেষে আনুমানিক ৪ কিলোমিটার একটি রাস্তা নয়াবাড়ী ও কালিকাপুর দুগ্রামের উপর দিয়ে নির্মিত হয়েছে । এ রাস্তাটি দিয়ে প্রতিদিন গ্রাম দুটোর হাজারও মানুষ ও অসংখ্য ব্যাটারী চালিত ভ্যানগাড়ী চলাচল করে। কিন্তু কয়েক দিনের টানা বর্ষণের ফলে নয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বটতলা নামক স্থানে মূল সড়কে বিশাল আকারের আনুমানিক প্রায় ৪/৫ ফিট গভীর নালা সৃষ্টি হয়ে পূর্ব পাশের বসতবাড়ীগুলোর বৃষ্টির পানি পশ্চিম পাশে আত্রাই নদীতে প্রবাহিত হচ্ছে । ভাঙ্গা রাস্তাটি পরিদশর্ণ করেছেন বেড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা ।এসময় তিনি বলেন, আমি সংবাদ পাওয়া মাত্রই আমার উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি । তারা আমাকে আশ্যস্থ করেছেন যত দুরত্ব সম্ভব রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হবে । এতে দক্ষিণের গ্রাম কালিকাপুরের মানুষের যাতায়াত ব্যবস্থার খুবই বিগ্ন হচ্ছে ।ভূক্তভোগী এলাকাবাসী অতি দূরুত্ব রাস্তাটি সংসস্কারের দাবি জানিয়েছেন ।