মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সাকিব আহম্মেদ বাপ্পি : মুন্সীগঞ্জ টংঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক আর্থিক সহায়তা পেলো ৩২৮ পরিবার। রবিবার সকালে কামারখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন হালদার তার নিজস্ব কার্যালয়ে উপস্থিত থেকে কোভিড ১৯ এর কারনে কর্মহীন ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ৫শ টাকা করে ৩২৮টি পারিবারকে এই উপহার পৌঁছে দেয়া হয়।