মোঃ এনামুল হক
বিশেষ প্রতিনিধি
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে জমি ও ঘর পেলেন ২৩০টি পরিবার।
রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে ভুর্চুয়্যালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোবিন্দগঞ্জ উপজেলায় ২৩০টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন,থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান,উপজেলা জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুু,কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,বীরমুক্তিযোদ্ধা কাজী সাকোয়াত হোসেনসহ সকল কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
এসময় একে একে ২৩০টি ছিন্নমূল পরিবারের হাতে জমির নামজারি, খাজনা দাখিলাসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
দেশে প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারি সেমি পাকা বাড়ি ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান করেছেন শেখ হাসিনা। আজ দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ঘরের চাবি ও জমির মালিকানা হস্তান্তর করলেন। এনিয়ে দুই দফায় তিনি দেশে এক লাখ ২৩ হাজার ২৪৪টি পরিবারকে গৃহ ও ভূমি প্রদান করলেন।