সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

প্রতিবন্ধী শিশু‌কে ধর্ষণের প্রধান অাসা‌মি খুলনায় র‌্যা‌বের হা‌তে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৩৭ বার পঠিত
প্রতিবন্ধী শিশু‌কে ধর্ষণের প্রধান অাসা‌মি খুলনায় র‌্যা‌বের হা‌তে গ্রেফতার
স্টাফ রিপোর্টার খুলনা
পিরজপুর জেলার ভান্ডা‌রিয়া উপ‌জেলায় ইকড়ী গ্রা‌মে প্রতিবন্ধী (১৪) কে ধর্ষনের মামলার প্রধান আসামি মোঃ মামুন মু‌ন্সি (৩৮) কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। খুলনায় অাত্ম‌গোপ‌নে থাকা এ আসামি‌কে র‌্যাব ৬ সদস‌্যরা গ্রেফতার ক‌রে‌ছে। ২৪ ডি‌সেম্বর সকা‌লে স্পেশাল কোস্পানী কমান্ডার মেজর রিফাত বিন অাসাদ প্রেস ব্রিফিং‌য়ে এ তথ‌্য জান‌ান।
তি‌নি ব্রিফিং‌য়ে জানান, প্রতিবন্ধী (১৪) শিশু‌টি পি‌রোজপুর জেলার ভান্ডা‌রিয়া উপ‌জেলায় ইকড়ী গ্রা‌মে মোঃ মামুন মু‌ন্সির বা‌ড়িতে কাজ কর‌তো। মামুন মু‌ন্সি ওই প্রতিবন্ধী শিশু‌টি‌কে প্রায় সময় ধর্ষণ কর‌তো। এক পর্যা‌য়ে শিশু‌টি গর্ভবতী হ‌য়ে প‌ড়ে। মামু‌নের স্ত্রী প্রতিবন্ধী শিশু‌টি‌কে স্থানীয় ক্লি‌নি‌কে নি‌য়ে গর্ভপাত গটায়। ঘটনা জান‌তে পে‌রে শিশু‌টির প‌রিবার গত ১৭‌ডি‌সেম্বর ভান্ডা‌রিয়া থানায় মামলা ক‌রেন। মামলার প্রধান আসামি মামুন মুন্সি পা‌লি‌য়ে খুলনায় এ‌সে র‌্যা‌বের হা‌তে গ্রেফত‌ার হ‌য়ে‌ছে। তা‌কে সং‌শ্লিষ্ট থানায় হস্তান্ত‌রের প্রক্রিয়া চল‌ছে ব‌লে ব্রিফিং‌য়ে জানা‌নো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..