প্রতারক আসিফ কে ধরিয়ে দিলে পুরস্কার ৫০ হাজার টাকা।
মুন্সিগঞ্জ থানা প্রতিনিধি।
প্রতারক মাকসুদুর রহমান আসিফ পিতা মোঃ আলী ঢালী সাং – ঢালী বাড়ি মধ্য মহাখালী পো- কেওয়ার থানা ও জেলা মুন্সিগঞ্জ।
মুন্সিগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী কায়সার হামিদ ও রিয়াদ হোসেন উভয়ের থেকে ব্যবসার কথা বলে ৬১ লক্ষ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়েছে, এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় রিয়াদ হোসেন বাদী হয়ে মাকসুদুর রহমান আসিফের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন, যার জিডি নাম্বার ১২৯৭ তারিখ ২৭-০৯-২০২২ ইং।
অদ্য পর্যন্ত জানা যায় প্রতারক চট্টগ্রাম সাতকানিয়া অবস্থান করিতেছে। সে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তার লোকেশন পরিবর্তন করে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই প্রতারককে খুঁজে ধরিয়ে দিতে পারেন, তাহাকে নগদ ৫০,০০০/ হাজার টাকা পুরস্কৃত করা হবে।
পুরস্কৃত ব্যাক্তি এই নাম্বারে যোগাযোগ করবেন 01714311183.