বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

পৌরসভার খাল শ্রেণিভুক্ত জমিতে অবৈধভাবে দখলকৃত স্থাপনার দখল পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ উচ্ছেদ অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১ বার পঠিত

পৌরসভার খাল শ্রেণিভুক্ত জমিতে অবৈধভাবে দখলকৃত স্থাপনার দখল পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ উচ্ছেদ অভিযান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আজ, ১৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দিঘিবরাব এলাকায় পৌরসভার খাল শ্রেণিভুক্ত জমিতে অবৈধভাবে দখলকৃত স্থাপনার দখল পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

মান্যবর জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের নির্দেশনায় এবং রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: তারিকুল আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, “আকরাম টেক্সটাইল” নামক একটি প্রতিষ্ঠান পৌরসভার খালের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে প্রায় ৫০০ (পাঁচশত) মিটার এলাকা জুড়ে অবৈধভাবে স্থাপনা ও সীমানা প্রাচীর নির্মাণ করেছে। উক্ত অবৈধ স্থাপনা খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছিল। অভিযানে এসব অবৈধ স্থাপনা ও দেয়াল ভেঙে ফেলা হয় এবং খালের প্রাকৃতিক অবস্থান পুনরুদ্ধার করা হয়।

এই ধরনের অভিযান চলমান থাকবে এবং সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনস্বার্থে খাল ও জলাশয় রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..