মোঃ সারোয়ার মৃধা ঃ
নারায়ণগঞ্জ ,সোনারগাঁ মঙ্গলের গাও, ১,২,৩ মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোরশেদা বেগম এর উপর পূর্ব শত্রুতার জের ধরে সুপরিকল্পিত , সংঘবদ্ধভাবে রাজনৈতিক প্রতিহিংসা সহ সমাজে হেয় প্রতিপন্ন এবং আত্মমর্যাদা আঘাত হানার উদ্দেশ্যে বাড়িতে হামলা ও অপপ্রচার।
ঘটনাস্থল থেকে জানা যায়, নারায়ণগঞ্জ, সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের ১,২,৩ পদে মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য , মোরশেদা বেগম কে নিয়ে গত ২১ সেপ্টেম্বর তুচ্ছ এক ঘঠনাকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল কঠিন চক্রান্তে লিপ্ত হয়েছে।
এ কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশে , নাজেহাল করার লক্ষে, তার আত্মমর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে, কথিত কিছু অনলাইন নিউজ পোর্টালে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে তার কাছ থেকে মোটা অংকের টাকা হাসিল করার জন্য অহেতুক ও বানোয়াট নিউজ প্রচারে মরিয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে ইউপি সদস্য মোরশেদা বেগম বলেন, আমি অত্যন্ত মর্মাহত ও দুঃখের সাথে বলছি , যে বা যারা আমাকে নিয়ে আমার প্রতিপক্ষের পক্ষ হয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে, তাদের ইচ্ছে কখনোই পূরণ হবে না। কারণ তারা ব্যক্তিগত আক্রোশ ও শত্রুতার জের ধরে সমাজে এবং গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন ও সমাজে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য যে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশে লিপ্ত হয়েছে তারা কখনোই আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না। কারণ আমি জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে নিঃস্বার্থভাবে সমাজের উন্নয়নের কাজ করে যাচ্ছি।
আমার প্রতিপক্ষ আমাকে দোষী সাব্যস্ত করার লক্ষ্যে নিজে পড়ে গিয়ে আঘাত পেয়ে আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে পার পাবে না। আমি ঘটনাস্থলে থাকা সাক্ষীদের সাক্ষ্য নিয়ে আদালতে প্রমাণ করব আমি আমার প্রতিপক্ষ মাহমুদা উপর কোন আঘাত করিনি এবং আমার পরিবার ও করেনি, বরং সে ধস্তাধস্তির একপর্যায়ে পড়ে গিয়ে নিজে আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হয়ে আমার ওপর যে মিথ্যা অপবাদ ও আমার পরিবারকে নিয়ে যে মিথ্যা, বানোয়াট মামলা, হয়রানি করা হচ্ছে, তা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।
আমাকে পিরোজপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে যে সম্মান আমাকে দিয়েছে সে সম্মানের কোন ত্রুটি আমি কখনো করি নাই, করছি না, এবং কখনো করবোনা ,
যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান ধরে রাখা যায় সেভাবে আমি জনগণের
মাঝে কাজ করে যাচ্ছি। যারাই আমাকে
নিয়ে বিভ্রান্তমূলক সংবাদ প্রচারে লিপ্ত
হয়েছেন ,তাদেরকে উদ্দেশ্য করে
বলি ,আপনারা ঘটনাস্থলে এসে সত্যতা যাচাই করে নিউজ প্রকাশ করেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।
যদি সত্যতা যাচাই করে আমি অপরাধী হই,বাংলাদেশ আইন অনুযায়ী যে শাস্তি আছে আমি মাথা পেতে নেব।
আর যদি প্রমাণ দিতে না পারেন আমি বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।