পুনতাইড় আড়িয়ামারায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
মোঃ আনছারুজ্জামান,স্টাফ রিপোর্টার।
ঐতিহাসিক পুনতাইড় আড়িয়ামারায় ৯ম বারের মতো গ্রাম বাংলার পাতা খেলা ও বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।পাতা খেলায় ১ম স্থান অর্জন করেন মহিমাগঞ্জ মোটর শ্রমিক এর পক্ষে মোঃ লাল মিয়া।ফুটবল খেলায় বিজয়ী হয় অবিবাহিত দল। নির্দিষ্ট টাইমে কোন গোল না হলে খেলা গড়ার টাইব্রেকারে। টাইব্রেকারে অবিবাহিত দল ৫-৩ গোলে বিজয়ী লাভ করে। ১ম পুরস্কার বিশাল আকারের একটি আড়িয়া গরু তুলেদেন বিজয়ী দলের হাতে প্রধান অতিথি জননেতা জনাব মোঃ আব্দুল লতিফ প্রধান। উক্ত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জননেতা জনাব মোঃ মোকছেদ আলী বাদু,সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ। আলহাজ্ব মোঃ নাজির হোসেন প্রধান,বিশিষ্ট ব্যবসায়ী মহিমাগঞ্জ, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম প্রধান , চেয়ারম্যান মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ, আব্দুল মান্নান সরকার, জাকিরুল ইসলাম ডলার,শাহ আলম আকন্দ, মনজুরুল ইসলাম, আব্দুল মান্নান বাবলু,শহিদুল ইসলামসহ এলাকায় অনেক তৃনমূল নেতা কর্মী ও মুরুব্বিয়ান লোকজন উপস্থিত ছিলেন। ডেকরেটর সজ্জায় ও সাউন্ড সিস্টেম এ ছিলেন বারী আমিন ডেকরেটর,মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। ভিডিও ধারনে ছিলেন মারুফ ভিডিও, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।