পুঠিয়ায় আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘর নির্মানে অনিয়মের অভিযোগ
সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো
রাজশাহীর পুঠিয়ায় মুজিব বর্ষে গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘর নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার পীরগাছা নব-নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘটনাস্থলে গিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম এর উপস্থিতিতে কাজে অনিয়মের সত্যতা পাওয়া যায়। কোন ভাবেই যেন থামছে না আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানে অনিয়ম দুর্নীতি। ইতি পূর্বে সেখান থেকে রড চুরির ঘটনা ঘটেছে। সে ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা চলমান রয়েছে। কিন্তু সেই এখনো উদ্ধার হয়নি। এই অনিয়ম দুর্নীতির বিষয় গুলি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকা বাসি।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, বিভিন্ন ঘরের মেঝেতে ভাংগা ইট দিয়ে সোলিং করা হচ্ছে। নজরুল ঠিকাদারের কাজের ঘরের মেঝেতে ৩ ইঞ্চি ঢালায়ের পরিবর্তে ১ ইঞ্চি ঢালায় দিয়ে প্লাষ্টারের কাজ সম্পন্ন করা হচ্ছে। এছাড়া ওয়ালে হাফ ইঞ্চি প্লাস্টারের পরিবর্তে কম করে প্লষ্টারের কাজ সম্পন্ন করা হচ্ছে।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া-পীরগাছা মুসাখাঁ নদীর তীরে নির্মাণ করা হচ্ছে ১১৭ টি বাড়ি ঘর। সেই কাজ গুলো বাস্তবায়ন করছে ঠিকাদার লালন ৩০ টি, নজরুল ইসলাম ৩৩ টি, বাচ্চু ৩০ টি, মোস্তফা ৬ টি এবং সাজেদুল ইলাম ১৮ টি ঘর নির্মাণ করছেন। ইতিমধ্যে ঘরের গাঁথনির কাজ শেষের পথে। অনেক ঘরের মেঝে ঢালায় এবং ওয়াল প্লাষ্টারের কাজ করা হচ্ছে।
ঠিকাদার নজরুল ইসলাম বলেন, কোথাও কম দিয়ে কাজ করা হচ্ছেনা। নিয়ম মাফিক কাজ করা হচ্ছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, কোথাও কাজে অনিয়ম করার সুযোগ নাই। নজরুল এর কাজ করার ঘরে আমি আবার ঢালাই করিয়ে নেব। আপনি আগামী কাল এসে দেখে যাবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ জানান, ঢালায় ও প্লাষ্টারে যদি কম থাকে সেখানে আবার সেই পরিমাণ দিয়ে কাজ করিয়ে নেওয়া হবে। তবে বিষয়টি দেখছি।