পাহাড়ের পাদদেশে অবৈধ ইটভাটা: গুড়িয়ে দিল জেলা প্রশাসন।
নজরুল ইসলাম সিকদার চট্টগ্রাম বুরো প্রধান
চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া
মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ ৬ সেপ্টেম্বর সকাল থেকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া-বাঁশখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলার চুড়ামনিতে পাহাড়ের পাদদেশে অবস্থিত মেসার্স হযরত আলী ব্রিকস ম্যানুফ্যাকচারারস, মেসার্স মা ব্রিকস ফিল্ড এবং বিসমিল্লাহ ব্রিকস কোম্পানি এর ইট, কিলন ও চিমনি ভেংগে গুড়িয়ে দেওয়া হয়। বৈধ লাইসেন্স এবং পরিবেশের ছাড়পত্র ব্যতিরেকেই অবৈধভাবে পাহাড়ের পাদদেশে অবস্থিত ইটভাটাগুলো পাহাড় কেটে ভাটা পরিচালনা করে আসছিলো। পরবর্তীতে বাঁশখালী উপজেলার লটমনিতে অবস্থিত মেসার্স চৌধুরী ব্রিকস ওয়ার্কশপ এবং
মেসার্স জামাল ব্রিকস ম্যানুফ্যাকচারারস এও অভিযান চালিয়ে ইট, কিলন এবং চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে জেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সদস্যরা।