রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

পালালো বন্যপ্রাণী ব্যাবসায়ী উদ্ধার ৮ টি বক অবমুক্ত,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৮৮ বার পঠিত
পালালো বন্যপ্রাণী ব্যাবসায়ী উদ্ধার ৮ টি বক অবমুক্ত,
মোঃ মিজানুর রহমানঃ  রাজধানীর উত্তরায় সাংবাদিকদের দেখে দৌঁড়ে পালিয়েছে এক বন্যপ্রাণী (বক) ব্যবসায়ী। পরে খবর পেয়ে স্হানীয় সাংবাদিকরা আটটি বককে নীল আকাশে অবমুক্ত করে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা ১ নং সেক্টরের ১৫ নং সড়কে এ ঘটনাট ঘটে।বেসরকারী টিভি চ্যানেল বাংলা টিভির সিটি রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমন আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে,দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তুরাগ-উত্তরা প্রতিনিধি  সাংবাদিক স্বপন রানা সোহেল জানান,  মঙ্গলবার সকালে পেশাগত দায়িত্ব পালনকালে উত্তরা ১ নং সেক্টরের ১৫ নং সড়কে পৌছালে এক দেশিও বন্যপ্রাণী ‘শিকারীকে পাখি বিক্রি করতে দেখি। কাছে যেতেই সে (বিক্রেতা) আমাকে দেখে ভূ-দৌঁড় দেয়।তখন আমিও পেছন থেকে তাকে থামানোর জন্য দৌঁড়াতে থাকি।প্রায় দেড় কিলোমিটার দৌঁড়ানোর পর একপর্যায়ে পাখি ব্যাবসায়ী(বক) গুলোকে রাস্তার উপর ফেলে কৌশলে পালিয়ে যায়।
এসময় পাখি শিকারীর হাত থেকে বকগুলোকে অবমুক্ত করণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলা টিভির সিটি রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমন,বিজয় টিভির ক্যামেরা সাংবাদিক বিপুল চৌধুরী সহ এলাকাবাসি।পরে  উদ্ধার করা বন্যপাখি গুলোকে(বক) বিমানবন্দর রানওয়ে সংলগ্ন তুরাগের বাউনিয়ার এলাকায় অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..