পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভেজাল বিরোধী অভিযান
মোঃ ফেরদৌস হাসান রাজশাহী বিভাগে বুরো
ঃ
অদ্য ইং-0৮/০৬/২০২২ তারিখ-১৩.00 ঘটিকার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটেরে নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল পাবনা সদর থানাধীন গোলাপবাগ শালগাড়িয়া সাকিনাস্থ মোঃ আসাদুজ্জামান ওরফে মাসুম, পিতা-মৃত ফয়েজ উদ্দিন এর বসত বাড়িতে লিয়ন কসমেটিক্স পাবনা নামক কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে নিন্ম বর্ণিত আলামত জব্দ পূর্বক ধ্বংস করেন।
আলামতের বর্ননা৷ ক্রিম হোয়াইট বিউটি ক্রিম, তুর্কি হোয়াইট বিউটি ক্রিম, 4k প্লাস বিউটি ক্রিম, স্কিন কেয়ার বিউটি ক্রিম, ফাইজা বিউটি ক্রিম, লবিয়া হোয়াইটিং ক্রিম, গোল্ডেন হোয়াইট ক্রিম গোল্ড, ডারমা প্লাস বডি লোশন, ডি আর দেবী হোয়াইট ক্রিম, রজনীগন্ধা পারফিইম,
পারফিইম।
আটককৃত ব্যক্তি- ১। মোঃ আসাদুজ্জামান ওরফে মাসুম(৫৮) পিতা-মৃত ফয়েজ উদ্দিন সাং- শালগাড়ীয়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনার হেফাজত হইতে উপরোক্ত নকল কসমেটিক সামগ্রী যাহার মূল্য অনুমান ১৫০০০০ (এক লক্ষ পঞ্চশ হাজার টাকা) জব্দ পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধ্বংস করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাছনাত ধৃত ব্যক্তি মোঃ আসাদুজ্জামান ওরফে মাসুমকে তিন মাসের বিনাশ্রম কারদন্ড ও ৫০০০০(পঞ্চশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।আসামীকে পাবনা জেলা কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।