আল আমিন অর্থ স্টাফ রিপোর্টার:
পাবনায় চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামি পাবনা সদরের ভজেন্দ্রপুর গ্রামের মো: ঈমান আলী মন্ডলের ছেলে মো: সোহানকে (২৮) আজ (১জুলাই বৃহস্পতিবার) ভোর রাত্রিতে সিআাইডি পাবনা জেলার চৌকস টিম গ্রেফতার করেছে। গত (২০ মার্চ শুক্রবার) পাবনা সদরের ভজেন্দ্রপুর গ্রামের নতুন জামে মসজিদে মুয়াজ্জিন নিয়োগকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে সন্ত্রাসী সোহান ইয়াসিন আলীর বাড়ির সামনে প্রকাশ্যে তার দলবল নিয়ে চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ইয়াসিন আলীর উপর হামলা করে। সোহান চাইনিজ কুড়াল দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করলে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, এই মামলা ছাড়াও সোহানের বিরুদ্ধে খুন ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা আছে। সে এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী বলে জানা যায়।সিআইডি পাবনা অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..