পাবনার ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে “পার্টনার কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত।
—————মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি
ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যােক্তা তৈরি ও কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টির লক্ষ্যে প্রোগাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রারপ্রেরনশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) এর আওতায় পাবনার ফরিদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘পার্টনার কংগ্রেস ২০২৫’।
বুধবার (২১ মে) ফরিদপুর উপজেলা পরিষদের হলরুমে পার্টনার কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দিতে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার, বগুড়া অঞ্চল জনাব মাসুদ আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান।
এই আয়োজনে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেট সানাউল মোর্শেদ, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
‘পার্টনার’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পিএফএস ও প্রশিক্ষিত কৃষকের প্যাকেজ প্রযুক্তি জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা নন-পিএফএস কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া, এবং প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান।