বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

পাবনার দ্বাড়িয়াপুরে সিএনজি – করিমনের মুখোমুখি সংঘর্ষে আপন ২ বোনসহ নিহত – ০৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৩২ বার পঠিত

 

পাবনার দ্বাড়িয়াপুরে সিএনজি – করিমনের মুখোমুখি সংঘর্ষে আপন  ২ বোনসহ নিহত – ০৩
আল আমিন আল -অর্থঃ-৩১ শে জুলাই ( শনিবার)  বিকাল ৩ঃ৪০ মিনিটে নগরবাড়ী – পাবনা মহাসড়কের দ্বাড়িয়াপুর নামক স্থানে সিএনজি – করিরমনের মুখোমুখি সংঘর্ষে ০৩ জন নিহত ও ০১ জন আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সুজানগর থেকে কাশিনাথপুরগামী সিএনজি দ্বাড়িয়াপুর অতিক্রম করার সময় কাশিনাথপুর থেকে পাবনাগামী দ্রুতগতির বেপরোয়া করিমন ধাক্কা মারে। করিমনের ধাক্কায় চুর্ণ- বিচুর্ণ হয়ে যায় সিএনজি। এসময় সিএনজির ভিতরে থাকা চালকসহ একই পরিবারের দুই শিশু( দুই বোন) ও ড্রাইভার নিহত হয়। নিহতরা হলঃ১. সিনথিয়া (০৫), পিতা – সবুজ,মাতা- বিলকিস,  সাং- আহাম্মাদপুর, থানা- আমিনপুর, পাবনা ২.আয়শা (১.৫ মাস), পিতা- সবুজ, মাতা- বিলকিস, সাং- আহাম্মাদপুর,  থানা আমিনপুর, পাবনা. ৩.সজীব -ড্রাইভার (৪৫) সাং- মসজিদ পাড়া, মানিকদি, সুজানগর,  পাবনা। সি এন জি ‘ র অপর যাত্রী  নিহত আয়শা ও সিনথিয়া’ র মা বিলকিস (২৬) গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন মাধপুর হাইওয়ে পুলিশ ও আমিনপুর থানা পুলিশ। এ বিষয়ে মাধপুর হাইওয়ে ইনচার্জ  বলেন,  আমরা মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি ও দুর্ঘটনা কবলিত করিমন ও সিএনজি আমাদের হেফাজতে নিয়েছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত করিমনের চালক পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..