রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

পাটগ্রামে নির্বাচনে জিতে লাখ টাকার মালা গলায় নিয়ে ঘুরছেন ইউপি সদস্যরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৮১ বার পঠিত
পাটগ্রামে নির্বাচনে জিতে লাখ টাকার মালা গলায় নিয়ে ঘুরছেন ইউপি সদস্যরা
নুরুজ্জামান সরকার,স্টাফ রিপোর্টার:
দেখে মনে হতে পারে পোশাকের পরিবর্তে টাকা পরিধান করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনেকেই ভাবছেন হয়তো তারা কোন এক দেশের বিখ্যাত ধনী, পোশাকের পরিবর্তে টাকা পরিধান তাদের ঐতিহ্য, বাস্তবে তারা সবাই জনপ্রতিনিধি।
জানা গেছে, গত ০৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্যরা নির্বাচনে বিজয়ের পর সমর্থকদের সঙ্গে দেখা করতে গেলে তারাই যে যার মতো করে গলার মালায় টাকা গেঁথে দিচ্ছেন।এভাবে প্রায় লাখ টাকা গাঁথা হয়েছে তার মালায় ।
সংশ্লিষ্ট ব্যক্তিগন গত ০৫ জানুয়ারি ২০২২ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচিত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে আবারো সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইউপি সদস্যরা নির্বাচনে বিজয়ের পর গতকাল সোমবার থেকেই টাকার মালা গলায় নিয়ে বিজয়ের শুভেচ্ছা জানাতে যাচ্ছেন সমর্থকদের দুয়ারে দুয়ারে। এ পর্যন্ত তার গলায় লাখ টাকা পরিয়েছেন সমর্থকরা।
টাকার মালার বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্যরা জানায় এলাকাবাসী আমাদেরকে বিপুল ভোটে জয় লাভ করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। বিজয়ের শুভেচ্ছা জানাতে গেলে সাধারণ মানুষ আমাকে টাকার মালা পরিয়েছেন। এটি আমার প্রতি তাদের ভালোবাসা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দার কয়েক জন জানায়, আমরা স্বেচ্ছায় তাকে ভালোবেসে মালায় টাকা গেঁথে দিচ্ছি। কেউ একশ, কেউ পাঁচশ আবার কেউ এক হাজার টাকার নোটও গেঁথে দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..