পাইকগাছা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা ।।
পাইকগাছা উপজেলা যুবদল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। খুলনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিলাল এর উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার পোস্ট অফিসের সামনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহর আলী সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন , এড. টিএম সাইফুদ্দীন সুমন। বক্তব্য রাখেন যুব নেতা হুরায়রা বাদশা, বিএম আকিজ উদ্দিন, আজহারুল গাজী, প্রভাষক মনিরুজ্জামান মনি, মেছের আলী সানা, মেম্বার আবুল কাশেম, শিমুল, প্রিন্স, নাজমুল হুদা মিন্টু, আবু সুফিয়ান, রাসেল হোসেন, শহিদুর রহমান শহীদ, মাসুম হাজরা, ইব্রাহিম, ফিরোজ গাজী, রবিউল মোড়ল, আঃ সামাদ, লুৎফর রহমান গাজী, নুর আলী গোলদার, বাহারুল, ছাত্র নেতা প্রভাষক মনিরুজ্জামান মনি, সরজিত ঘোষ দেবেন, আরিফুল ইসলাম, আছাদুজ্জামান মামুন, ওবাইল্লাহ সরদার, রাজেশ রাজা প্রমুখ।