শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

পাইকগাছা থানায় বসত ঘর দখল ও ভাংচুর করার সময় সন্ত্রাসী হামলায় গুরুতর জখম ৪ জন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃখুলনা পাইগাছা থানায় জমি দখলকে কেন্দ্র করে গুরুতর জখম ৪ জন।ভুক্ত ভুগিরা জানান,১৩/০৮/২৫ তারিখ বুধবার বিকাল ৩ টার দিকে থানার দেলুটী ইউনিয়নের সৈয়দ খালী গ্রামের ফজলুর রহমান এর বাড়ির মধ্যে তার প্রতিবেশী আলি আকবর এর পুত্র লিয়াকত শেখ,মুর্শিদুল শেখ,আলমিন শেখ,নওশের শেখের পুত্র শাহজাহান শেখ,শাহজাহান শেখের পুত্র আল মাসুম শেখ,আতিয়ার শেখের পুত্র ইব্রাহিম শেখ ও স্ত্রী হেলেনা বেগম,লিয়াকত শেখের পুত্র ইউসুফ শেখ,মুর্শিদুল শেখের স্ত্রী তহমিনা বেগম,আনিচ গাজী সহ অজ্ঞাত ২০/৩০ জন দলবদ্ধ হইয়া অবৈধভাবে ভাবে প্রবেশ করিয়া বসত ঘর,মুরগির ফার্ম,ঘেরের বাসা ভাংতে আসলে ফজলুর রহমানের পুত্র নেওয়াজ শেখ ও কন্যা লাইজু বেগম,আবুতালেব শেখের পুত্র সাইফুর রহমান, মজিদ শেখের পুত্র আনিচ শেখ সহ আরো অনেকে বাধা দেওয়ায় তাদের উপর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়া বেপরোয়া ভাবে হামলা চালায়।এতে গুরুতর জখম হয় তারা।বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ বিষয় পাইকগাছা থানার একটি এজাহার করা হয়।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এবিষয়ে কোন কিছু জানান নি, তবে এবিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে জানতে বলেন।তদন্ত কর্মকর্তা শামীম জানান,এবিষয়ে কোন এজাহার দেয়নি,এজাহার দায়ের করলে আমরা ব্যাবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..