পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মিথ্যে ও কুরুচিপূর্ণ পোষ্টার বিলি করার সময় ৫ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে অর্থ দন্ড!
বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা নির্বাচনে চিংড়ি মাছ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের নামে মিথ্যা ও কুরুচিপূর্ণ পোষ্টার বিলি করার সময় ৫ ব্যক্তিকে জনতা আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে জরিমানা আদায় করে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, উপজেলা নির্বাচনে নির্বাচনী আইন ১৮(গ) ধারা লঙ্গন করে বৃহষ্পতিবার রাত ৮ টার দিকে কুরুচিপূর্ণ পোষ্টার বিলি করছিলো। এমন সময় উপজেলার দেলুটি ইউনিয়নের মানুষ তাদেরকে ধরে ফেলে। তাৎক্ষনিক থানা পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পৌরসভার ননীচরণ মন্ডলের পুত্র বঙ্গেশ্বর মন্ডল(৫৪), হাজারী লাল মন্ডলের পুত্র অরুন মন্ডল(৬৫), চন্ডি চরণ মন্ডলের পুত্র মান্দার মন্ডল, নলিনি নাথ মল্লিকের পুত্র অরবিন্দু মল্লিক, হোসেন আলীর পুত্র সামাদ। ওই রাতেই তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ২৫০০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।