পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।
বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।
পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রসাশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কপিলমুনি বধ্যভূমিতে শহীদ। বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনাতনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, আঃ রাজ্জাক মলঙ্গী, কাজী তোকারেম হোসেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর প্রমূখ।
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের উদ্যোগে, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রভাষক মোমিন উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক পরিমল কুমার সাধুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্রধান আলোচক ছিলেন, বিএমএ’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ মুহাঃ শেখ শহীদউল্লাহ ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলী, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক আঃ ওহাব বাবলু, অধ্যক্ষ মাসুম বিল্লাহ, প্রভাষক রতন কুমার দত্ত, ব্যাংকার চিত্ত রঞ্জন মন্ডল, স্নেহেন্দু বিকাশ, প্রধান শিক্ষক সৌরভ রায়, মাদরাসা শিক্ষক আব্দুল গফুর, প্রকাশ ঘোষ বিধান, মিলন রায় চৌধুরী, আছাদুল ইসলাম, পঞ্চানন সরকার, প্রকৌশলী নাজমুস ছায়াদত জয় সহ অনেকে।