শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

পাইকগাছায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে হিন্দু সম্প্রদায়ের ১৩ জন আহত; হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি! ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১১৪ বার পঠিত

পাইকগাছায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে হিন্দু সম্প্রদায়ের ১৩ জন আহত; হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি! ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ!

 

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।

 

খুলনায় পাইকগাছার লস্কর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের জায়গা জোর পুর্বক দখলের সময় বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা ও মারপিটে ১৩ জন আহত হয়েছেন। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্র নাথ রায় ও সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাথে সাথে ঘটনার সঠিক তদন্ত পুর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। অপরদিকে ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, জোর পুর্বক জমি দখলের সময় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মারপিট করা ঠিক হয়নি। এটা স্থানীয়ভাবে কিংবা উচ্চ পর্যায়ে বসাবসি করে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া যেত। তিনি এ ঘটনার সঠিক তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানিয়েছেন।

এলাকাবাসী ও আহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরুনবাড়ি চক এলাকার রঞ্জিত সরদার ও কুঞ্জ সরদার গংদের ১৬/১৭ বছর ধরে ভোগদখলে থাকা জমিতে রবিবার সকালে ক্রয় সুত্রে দাবিকৃত মোজাম কাগজী ও মজিদ কাগজী গংরা জোর পুর্বক জমি দখলে নেওয়ার চেষ্ঠা করে। এ সময় রঞ্জিত সরদার গংরা বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় অনেকের মাথা ফেটেছে, অনেকের হাত-পা, মুখ, ঠোঁট, হাটুসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। আহতরা হলেন, ঠাকুরনবাড়ীর কুঞ্জু সরদার(৬০) জয়ন্তী সরদার (৫২) মঙ্গল সানা (৫০) যমুনা সানা(৩৫), প্রভাষ সানা (৪২), রনজিৎ সরদার (৫৫) কলেজ ছাত্রী চুম্কি সানা(১৮) লতা সরদার (১৮), রামপ্রসাদ সরদার (৪০), শ্যামলী (৩৫), পারুল (৫৫), বিশ্বনাথ সানা (৪৫), ব্রজেন সরদার (৩৫) সহ আরো অনেকে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন কুঞ্জু সরদার জানান, বসতবাড়ী সংলগ্ন ৩ একর জমি বংশানুক্রমে আমরা কয়েকটি পরিবার ভোগ দখল করে আসছি। তিনি আরোও জানান, সম্প্রতি লক্ষীখোলার মজিদ কাগজী, অজিয়ার কাগজীরা ক্রয়সুত্রে এ সম্পত্তি দাবী করে আসছেন। কুঞ্জু সরদার, মঙ্গল ও যমুনা সানা দম্পতি অভিযোগ করেন রবিবার সকালে ৩৫/৪০ জন লোক জমিতে পৌঁছে বাসা বেধে জায়গা দখল করার চেষ্টা করেন। এ সময় বাঁধা দিলে লাঠিসোটা, হাঁতুড়িপেটা করে কুঞ্জু সরদার দম্পত্তি সহ ১৩ জন নারী-পুরুষ আহত হয়। এদিকে মাথায় রক্তক্ষরনের কারনে গুরুতর আহত অবস্থায় রবিবার বিকেলে কুঞ্জু সরদার ও জয়ন্তি রানীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর শুনে সোমবার সকালে খুলনা-৬ পাইকগাছা-কয়ৱা’ৱ এমপি আক্তারুজ্জামান বাবু আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান। আহতদের সাথে কথা বলে তাদের শারিরিক অবস্হা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন ও তাদের আশু সুস্হতা কামনা করেন এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক আইনী ব্যবস্হা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। সেখানে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের সাথে কথা বলেন, তাদের শারিরিক অবস্হা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন ও তাদের আশু সুস্হতা কামনা করেন। থানার ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..