মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

পাইকগাছায় জেলের জালে একশত কেজি ওজনের শিবলিঙ্গ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৩৪ বার পঠিত

পাইকগাছায় জেলের জালে একশত কেজি ওজনের শিবলিঙ্গ!

 

বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।

 

পাইকগাছায় জেলের জালে একশত কেজি ওজনের শিবলিঙ্গ আটকা পড়ে পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলার হরিঢালী ইউপির গোলাবাড়ীস্থ কপোতাক্ষ নদ থেকে জগদীশ ও অঞ্জনা বিশ্বাস দম্পত্তি এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করেন। পরবর্তীতে তারা হরিঢালীর ৫ নং ওয়ার্ড সদস্য আজিজুল হক খান ও ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে জানালে শনিবার দুপুরে শিবলিঙ্গটি থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় জগদীশ থানায় একটি জিডি করেছেন, যার নং ৯৪৪। শিবলিঙ্গ উদ্ধার সম্বন্ধে নোয়াকাটির মালোপাড়ার বাসিন্দা জগদীশ ও অঞ্জনা দম্পতি বলেন, মাছধরার জন্য তারা প্রতিদিনের ন্যায় কপোতাক্ষ নদে পাটাজাল পাতেন। জাল তোলার সময় বাঁধা পেলে নদে নেমে এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করে বাড়িতে এনে সকলের খবর দেন। পরবর্তীতে জানাগেছে, কপোতাক্ষ নদের জেলের জাল থেকে উদ্ধার হওয়া এ শিবলিঙ্গটি হরিঢালী সার্বজনীন পূজা মন্দিরের বিসর্জন দেওয়া শিবলিঙ্গ। শিবলিঙ্গ উদ্ধারের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার খবরে হরিঢালী সার্বজনীন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ বিকেলে থানায় ছুটে আসেন। এ মন্দিরের সভাপতি তুষার কান্তি বসু ও সহ-সভাপতি শম্ভু ভট্টাচার্য জানান, চলতি ১০ আগস্ট মন্দিরে নতুন শিবলিঙ্গ প্রতিস্থাপন করে পুরানো এ শিবলিঙ্গীটি কপোতাক্ষ নদে বিসর্জন দেওয়া হয়। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, একশত কেজি ওজনের ৩ ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ উদ্ধারে জগদীশ বিশ্বাস থানায় জিডি করেছেন। এ বিষয়ে তিনি আরও বলেন, প্রায় একশত কেজি ওজনের ৩ ফুট উচ্চতা বিশিষ্ট এই শিবলিঙ্গটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা ছাড়া এ মুহূর্তে কিছুই বলা যাবেনা। এখন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..