পাইকগাছায় জাতীয় শিক্ষক দিবস পালিত।
বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।
খুলনার পাইকগাছায় জাতীয় শিক্ষক দিবসে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার শিক্ষকদের অংশগ্রহনে র্যালি শেষে পাইকগাছা প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বাবু বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।উল্লেখ্য, এদিন সকাল ১১টায় পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।