পাইকগাছায় চিংড়ি চাষীদের নিয়ে এসকেএফ এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।
খুলনার পাইকগাছায় চিংড়ি চাষীদের নিয়ে এসকেএফ এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাইকগাছার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তাস্থ সরদার আবু হোসেন কলেজে শেখ ট্রেডার্সের আয়োজনে এসকেএফ এর সাথে সোলাদানা ইউনিয়নের চিংড়িচাষীদের এক মতবিনিময় অনুষ্ঠানে
এসকেএফ-এর টেকনিক্যাল সার্ভিস অফিসার মোঃ আশরাফুজ্জামান, ফিল্ড ম্যানেজার মোঃ মাসুদুর রহমান, একুয়া টেকনিক্যাল সার্ভিসেস কাত্তিক রায় এবং শেখ ট্রেডার্স এর স্বত্বাধিকারী শেখ হান্নান সহ সোলাদানা ইউনিয়নের চিংড়ি চাষী সুভাষ রায়, বিকাশেন্দু সরকার, কালী পদ মন্ডল, বি.সরকার, মোঃ ফিরোজ আহম্মেদ, কবিন্দ্র নাথ রায়, বিপ্লব রায়, হিমাদ্রি ঢালী, প্রশান্ত মন্ডল, মিলন রায়, দেবজ্যোতি মন্ডল, সুজন রায়, চন্দ্রশেখর মন্ডল, রাজেশ মন্ডল সহ ২৫জন চিংড়ি চাষী উপস্থিত থেকে এই মতবিনিময় করেন।