শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

পাইকগাছায় ঘের দখলের হুমকি ও ভয়-ভীতি দেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন হয়েছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ বার পঠিত

পাইকগাছায় ঘের দখলের হুমকি ও ভয়-ভীতি দেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন হয়েছে।

 

বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।

 

পাইকগাছায় ভূমিদস্যু, অবৈধ দখলবাজ, হামলাকারী, একাধিক মামলার আসামি কর্তৃক বিভিন্ন ধরনের হুমকি ও ভয়-ভীতি দেয়ার অভিযোগে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাউলী গ্রামের মৃত পঞ্চরাম মন্ডলের ছেলে নির্মল চন্দ্র মন্ডল বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, হাউলী মৌজায় ৩.৮৭ একর জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত একই গ্রামের সরজিত হালদার এবং ইন্দ্রজিত হালদার। সম্পত্তির কিছু অংশ ভিপি লীজ কেসভুক্ত হলে ভিপি অবমুক্তির জন্য দেওয়ানী আদালতে মামলা করেন এবং ভিপি অবমুক্তিসহ রায় ডিক্রি হয়। অদ্যাবধি সেখানে তারা বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে দখল পূর্বক বসবাস করে আসছে। এর আগে যুগ্ন জেলা জর্জ আদালতে স্বত্বের মামলায় তাদের পক্ষে রায় হয়। দেওয়ানী আপিল মামলায়ও তাদের পক্ষে রায় হয়। ভিপি মামলায় ভূমি আপিল বোর্ড সকল মামলা স্থগিত ঘোষনা করেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)। উক্ত সম্পত্তি ইজারা প্রদান না করার জন্য সংশ্লিষ্ট আদালত সহকারী কমিশনার ভূমি কে নির্দেশনা দিলেও সম্পত্তিটি “ক” তফশীলভূক্ত থাকায় এলাকার ভূমিদস্যুখ্যাত আনার আলী সরদার তার পুত্র আসাদ আলী, কালিপদ মন্ডলের পুত্র সন্তোষ মন্ডল, কার্তিক মন্ডল সংশ্লিষ্ট অফিসকে ভুল বুঝিয়ে ইজারা গ্রহণ করে দবর দখলের পায়তারা করছে। উভয়ের বিভিন্ন মামলায় দখলভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। আদেশে ক্ষুব্ধ হয়ে ভূমিদস্যুরা গত ১০ ও ১১ আগষ্ট তার লিজ ঘেরে হামলা করে তাকে বেদম মারপিট করে এবং ঘেরের প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট করে। এঘটনায় থানায় মামলা করলে। আসামিরা আদালত থেকে জামিন নিয়ে এসে তাকে এবং তার পরিবারকে হুমকি দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..