সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

পাইকগাছায় উপজেলা পর্যায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতায় টাউন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ বার পঠিত

পাইকগাছায় উপজেলা পর্যায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতায় টাউন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন।

 

বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।

 

খুলনার পাইকগাছায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতা উপজেলা পর্যায়ে ২০২২ ফাইনাল খেলায় টাউন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে পাইকগাছা সাবজোনের শ্রেষ্ঠ টাউন মাধ্যমিক বিদ্যালয় বনাম রাড়ুলী সাবজোনে শ্রেষ্ঠ কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়ায়ে ফাইনালে নির্ধারিত সময়ে দু’দলের কোন বলে গোল না হওয়ায় খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গোড়ায়। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারেও উভয় দল প্রথম ৩টা করে গোল পেলে উভয় দলের উৎবেগ উৎকন্ঠা বেড়ে যায়। ৪র্থ বল টাউন স্কুলের গোল কিপার দক্ষ হাতে ঠেকিয়ে দিলে সমর্থকদের উল্লাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। কারণ টাউন স্কুলের পরবর্তী শর্টে বল গোল পোস্টের বাহিরে যায়। ৫ম বলটিও অত্যন্ত দক্ষতার সাথে টাউন স্কুলের গোলকিপার প্রতিহত করে। শেষ পর্যন্ত সকল জল্পনার অবসান হলো ৫ম শর্টটির বল গোল পোষ্টের জালে জড়ালে। শ্রেষ্ঠত্বের লড়ায়ে চ্যাম্পিয়ন হলো টাউন মাধ্যমিক বিদ্যালয় ৪ গোল। রানার্সআপ নিয়ে কেডিএস সাহাপাড়ার গোল সংখ্যা ৩। খেলা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু সহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, নারায়ণ চন্দ্র শিকারী, দীপক চন্দ্র সরকার ও পরমানন্দ বিশ্বাস, কাউন্সিলর তৈয়বুর রহমান, সাবজোনের সম্পাদক ও সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার শীল, সহকারী শিক্ষক সুব্রত দাশ, অশোক মন্ডল, মাখনলাল সরদার, দিপতেন্দু মন্ডল, দেবব্রত সরদার, গনেশ সরকার, আনিছুর রহমান প্রমূখ। ম্যান অব দা সিরিজ টাউন স্কূলের পার্থ মাখাল। সার্বিক সহযোগিতায় ছিলেন দেবাশীষ সানার নেতৃত্বে এএফসি বাফুফে অন স্টার দেবাশীষ ফুটবল একাডেমি। খেলা পরিচালনা করেন তুষার কান্তি মন্ডল, সমীরণ মন্ডল ও আঃ সাত্তার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..