পাইকগাছায় আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের মাল্টা উৎপাদনের কলাকৌশল সংক্রান্ত প্রশিক্ষণ।
বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।
খুলনার পাইকগাছায় ২০২০-২১ অর্থবছরের আওতায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সক্ষমতামূলক প্রশিক্ষণ ৫ম পর্যায়ে দু’দিনব্যাপী “আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের মাল্টা উৎপাদনের কলা কৌশল সংক্রান্ত প্রশিক্ষণ” এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু। প্রশিক্ষক ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।সার্বিক সহায়তায় ছিলেন, পাইকগাছা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ হাফিজুর রহমান উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ ৭০ জন প্রশিক্ষণ গ্রহণকারী উপস্থিত ছিলেন।