পাইকগাছার লতা ইউনিয়নের ৭১২টি দরিদ্র পরিবারের মাঝে টি.সি.বি পণ্য বিতরণ।
বরুণ কান্তি মন্ডল, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান। ২২শে অক্টোবর ২০২২ইং, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যের আলোকে শনিবার দুপুর ১২ টায় লতা ইউনিয়নের ৭১২টি দরিদ্র পরিবারের মাঝে টি.সি.বি রেসন কার্ডের ৪০৫টাকায়, তেল ২কেজি, ডাউল ২কেজি ও চিনি ১কেজি বিতরনের শুভ উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস
আরও উপস্হিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম মফিজুর রহমান , লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বাবলু সরদার, স্বপন মন্ডল, বিজন হালদার, পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, মোঃ ফেরদৌস ঢালী, রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, ইউপি সচিব জাভেদ ইকবাল, প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, লক্ষন মন্ডল, আওয়ামীলীগ নেতা মোঃ আজিজ সরদার, মতলেব সানা, দীনেশ তরফদার, অর্জুন মন্ডল, সদানন্দ মন্ডল, যুবনেতা মোঃ পলাশ বাছাড়, অনিন্দ্য মন্ডল, মিজান সানা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত সরদার , আনন্দ বিশ্বাস,চিরনজিত বিশ্বাস সহ লতা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।