পাইকগাছার কপিলমুনিতে বিদ্যৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছার কপিলমুনিতে বিদ্যুৎস্পর্শে আলাউদ্দীন গাজী (৩৬) এর করুণ মৃত্যু হয়েছে। পাইকগাছা উপজেলার কপিলমুনির নগরশ্রীরামপুর মোড়ে এ ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী, নির্মাণ শ্রমিক ও পরিবার সূত্রে জানাগেছে। আরও জানাযায় পাইকগাছা উপজেলার প্রতাপকাটী গ্রামের ফটিক গাজীর পুত্র আলাউদ্দীন গাজী পেশায় একজন নির্মাণ শ্রমিক। ঘটনারদিন শনিবার কপিলমুনি প্রগতি পল্ট্রী ফিডের তিন তলা ভবনের ছাদে কাজ করছিল। একপর্যায় সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে লিঙ্কটোনের রড মেজারমেন্ট করতে গিয়ে পাশে থাকা পল্লীবিদ্যুতের তারে স্পর্শ হলে সাথে সাথে ভবনের ছাদে ছিটকে পড়ে। এসময় অপর পাশে থাকা সহনির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রথমে কপিলমুনিস্থ চায়না ক্লিনিকে নিয়ে যায়। এরপর পর্যায়ক্রমে তার শাররিক অবস্থার অবনতি হলে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। এসময় সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে তার সহ-সঙ্গী নির্মাণ শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য আলাউদ্দীন গাজী দীর্ঘদিন ধরে বিনয় রাজমিস্ত্রীর অধীনে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করছিল।