পাইকগাছায় ৫’শ গ্রাম গাঁজা সহ ১জন গ্রেফতার!
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় ৫’শ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১০ জুলাই বুধবার রাত প্রায় ১১টার দিকে পাইকগাছা থানাধীন চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামস্থ সিরাজুল ইসলাম এর চায়ের দোকানের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত কালাম সরদার-এর পুত্র মোঃ হাবিবুল্লাহ (২৪), গ্রেফতার।
গ্রেফতারকৃত মোঃ হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে থাকে বলে পুলিশ জানিয়েছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, গাঁজাসহ মাদক কারবারি-কে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসায়ী, ইভটিজিং, জুয়া, গাঁজা ব্যবসায়ী, চাঁদাবাজি, কাউকে ছাড় নেই। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Thank you for sharing this insightful article! I found the information really useful and thought-provoking. Your writing style is engaging, and it made the topic much easier to understand. Looking forward to reading more of your posts!