পাইকগাছায় ৩৬৪০/- টাকা, দুই সেট তাস সহ ৮ জুয়ারী গ্রেফতার।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় ৩৬৪০/- টাকা, দুই সেট তাস সহ ৮ জুয়ারী-কে গ্রেফতার করেছে পুলিশ। ১মার্চ ভোরবেলা উপজেলার গড়াইখালী ইউনিয়নের শান্তা গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় শান্তা গ্রামের জুয়াড়ি ইয়াসিন শিকারী (৩৮), শাহিন সরদার (৩৫), বিল্লাল শেখ (৩৫), জাহিদ সানা (২৩), বাপ্পি শেখ (২৭), বাবুল গাজী (৩০) ফকিরাবাদ গ্রামের জুয়াড়ি, হুমায়ুন কবির (২৩) ও আব্দুর রহমান শেখ (৪০)-কে পুলিশ গ্রেফতার করেছে। এসময় পুলিশ জুয়ার বোর্ড থেকে ৩৬৪০/- টাকাসহ দুই সেট তাস উদ্ধার করে। জুয়া ও মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে শুক্রবার ভোর ৪ টায় উপজেলার গড়াইখালী ইউনিয়নের শান্তা গ্রাম থেকে এই ৮ জুয়াড়ি-কে জুয়ার বোর্ড থেকে ৩৬৪০/- টাকা ও দুই সেট তাসসহ আটক করে পুলিশ।