পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার!
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাত্তার হাওলাদার(৫১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে ২৮মার্চ বৃহস্পতিবার দুপুর প্রায় ২টায় উপজেলার পৌর সদরস্থ শিবসা ব্রীজের নীচের পশ্চিম পাশ থেকে ০১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী খুলনা সদরস্থ ২৭ নম্বর ওয়ার্ড-এর মৌলভীপাড়া-র মৃত সাইদ হাওলাদার-এর পুত্র মোঃ সাত্তার হাওলাদার(৫১) গ্রেফতার। গ্রেফতারকৃত সাত্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে থাকে বলে পুলিশ জানিয়েছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, গাজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসায়ী, ইভটিজিং, জোয়া, গাঁজা ব্যবসায়ী, চাঁদাবাজি, কাউকে ছাড় নেই। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।