সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

পাইকগাছায় লস্কর ইউপি-র পুনরায় জাহাঙ্গীর-দিলীপ-মর্জিনা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত

পাইকগাছায় লস্কর ইউপি-র পুনরায় জাহাঙ্গীর-দিলীপ-মর্জিনা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত।

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।

পাইকগাছায় লস্কর ইউপি’তে পুনরায় ৩ প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যরা সর্বসম্মতিক্রমে ১নং প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সানা, ২নং প্যানেল চেয়ারম্যান দিলীপ কুমার মন্ডল ও ৩নং প্যানেল চেয়ারম্যান মর্জিনা বেগম দের-কে নির্বাচিত করেন। পুর্বের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান গঠন নিয়ে বিতর্ক দেখা দিলে পুনরায় প্যানেল চেয়ারম্যান করতে অধিকাংশ ইউপি সদস্যরা ডিসি-ইউএন’র কাছে অভিযোগ করেন। কে-কে হবে প্যানেল চেয়ারম্যান এ নিয়ে বেশ কিছু দিন ধরে ইউপি সদস্যদের মধ্যে টানাপড়েন চলছিল। এ বিষয়ে লস্কর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফারুক হোসেন সরদার জানান, সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সকালে ইউপি সদস্যরা আলোচনার ভিত্তিতে পুনরায় ৩ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন।প্যানেল চেয়ারম্যান গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এসএম মোফাজ্জল হোসেন, অরুনা বেগম, অঞ্জলী রাণী ঢালী, টি এম হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরিফুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা ও অরবিন্দু কুমার মন্ডল।
উল্লেখ্য প্রথমবার প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়েছিল ২০২২ সালের ২৮ আগস্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..