পাইকগাছায় যুবকের মৃত্যু! মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষ!
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় এক যুবকের মৃত্যু হয়েছে মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষে। উপজেলার কাশিমনগর বাজারের পাশে পাইকগাছা-খুলনা প্রধান সড়কে তমাল বিশ্বাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানাগেছে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২) সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মোটর সাইকেল যোগে মামার বাড়ি গোয়ালবাথান যাচ্ছিলো। পথমধ্যো কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর বাজারের পাশে পৌছালে বিপরীত দিক থেকে একটি বাইসাইকেল আসে। এ সময় বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেলটি গতি বেশি থাকায় মোটরসাইকেল চালক তমাল ছিটকে পড়ে মাথা মুথ থেতলে আহত হয়। আহতকে ওই রাতে তালা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা নেয়ার পথে তার মৃত্য হয়।