পাইকগাছায় মাদক ব্যবসায়ী ৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় ৭৫ পিস ইয়াবাসহ বিল্লাল গোলদার নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশের অভিযানে সোমবার দুপুরে উপজেলার শিবসা সেতুর উপর থেকে উপজেলার লস্কর ইউনিয়ন ও লস্কর গ্রামের মোঃ হামিদ গোলদারের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন (৩৫)-কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে ২৯ জানুয়ারি বিকেল ৪টার সময় ভিলেজ পাইকগাছার শিবসা ব্রিজের উপর থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন (৩৫)-কে গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ সঙ্গীয় ফোর্স শিবসা ব্রিজের উপর অবস্থান নেই এবং গ্রেফতার করি। গ্রেফতার কালে বিল্লাল এলে তার গতিরোধ করে তল্লাশি করলে তার নিকট থেকে ৭৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসায়ী, ইভটিজিং, জোয়া, গাঁজা ব্যবসায়ী, চাঁদাবাজি, কাউকে ছাড় নেই। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।