পাইকগাছায় ভ্রাম্যমান আদালত দু’ব্যবসায়ীকে জরিমানাসহ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট!
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ৬ লাখ টাকা মূল্যের জব্দকৃৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাইকগাছা পৌর সদরস্থ বাজারে বিভিন্ন দোকানে অবৈধ কারেন্ট জাল বিক্রয়, মজুদের বিরুদ্ধে অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময়ে অবৈধ কারেন্ট জাল বিক্রয়, মজুদের অভিযোগে ২ জন ব্যবসায়ীরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সকল দোকান থেকে আনুমানিক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় প্রসিকিউশন অফিসার ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ক্ষেত্র সহকারী রনধীর সরকার, এসআই শ্যামাপ্রসাদ মন্ডল, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, পুলিশ, আনসার সহ সঙ্গীয় ফোর্স।