পাইকগাছায় বৃষ্টির পানিতে প্লাবিত আবাসনের ঘরবাড়ি।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় বৃষ্টির পানিতে প্লাবিত আবাসনের ঘরবাড়ি, চরম ভোগান্তিতে বসবাসকারীরা। উপজেলার চাঁদখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঁটাখালি আবাসনটি বিরমহীন বৃষ্টির পানিতে প্লাবিত! এদিকে আবাসনের পাশের কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ভেসে যাচ্ছে আবাসনের ঘর গুলো! এছাড়া চলাচলের রাস্তায় অথৈ পানি। আবাসনের বসবাসকারীদের দাবি দ্রুত একটি চলাচল উপযোগী রাস্তা নির্মাণের। বর্তমানে ভগ্ন মাটির রাস্তা থাকলেও এমূহূর্তে চলাচলের জন্য মাটির তৈরি ভগ্ন রাস্তাটি পাকা করার দাবি স্থানীয় এলাকাবাসীর।