পাইকগাছায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ হতে ৩০ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয়ের উপর বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব গাঙ্গুলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, ওসি অপারেশন রঞ্জন কুমার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কে এম আরিফুজ্জামান তুহিন, উপজেলা সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মেডিকেল অফিসার শারমিন ফেরদৌস।
বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, শংকর বিশ্বাস, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান ও পরিবার কল্যাণ সহকারী তৃণা বাহার।