পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার!
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ৫ আসামিকে নাশকতাসহ সাজায় গ্রেফতার করেছে। থানা সুত্রে জানাযায় খুলনা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়, পাইকগাছা ডি সার্কেলের তত্ত্বাবধানে, পাইকগাছা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় কপলমুনি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজর আলী গাজী (৫৫), ১৬ নং মামলার সন্ধিগ্ধ আসামি আব্দুল কাদের গাজী ও জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম (আনারুল) (৪৩), এবং দুই বছরের সাজার আসামি জাকির গাজীকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পঠানো হয়েছে।