পাইকগাছায় তুচ্ছ ঘটনায় ভাইপোর হাতে প্রান গেল কাকার! থানায় মামলা।
বড় ভাই ও ভাইপো আটক-২
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় জমির বিরোধে ভাইপোর হাতে প্রান গেল বৃদ্ধ কাকা কুশিলাল মন্ডল-র। ঘটনায় নিহতের ছেলে রক্তাক্ত জখম হয়ে হাসাপাতালে ভর্তি রয়েছেন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি-র কৃষ্ণনগরে জমির বিরোধে ভাইপোর হাতে আঘাতে প্রান গেল বৃদ্ধ কাকা কুশিলাল মন্ডল (৭৫)-র, একই ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলামসহ ওসি মোঃ ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের বড় ভাই রনজিৎ মন্ডল ওরফে লব(৭৮) ও তার ছেলে গৌবিন্দ মন্ডল (৫৫)কে আটক করেছেন। উক্ত ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে ধৃত ব্যক্তিসহ অন্যদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা বলছেন, কৃষ্ণ মন্ডল-এর উঠান সিমানার নেটজাল তুলে দেওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে প্রতিপক্ষ গোবিন্দ ও বিশ্বজিৎ মন্ডলরা এ ঘটনা ঘটিয়েছে।