সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

পাইকগাছায় তিন সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ জন গ্রেফতার!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

পাইকগাছায় তিন সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ জন গ্রেফতার!

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।

পাইকগাছায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানার ৫ আসামিকে থানা পুলিশ বিশেষ অভিযানে গ্রেফতার করেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানাগেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ২০২১ সালের খুলনা দায়রা জজ আদালতের ৩ মাসের সাজার আসামি উপজেলার হরিদাশকাঠী গ্রামের ওজিয়ার রহমান(৫৫), ২০২২ সালের ১ মাসের সাজার আসামি কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামের জয় নারায়ন সরকার(৪২), চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাজার আসামি আজিজ গাজী(৪০) ও গ্রেফতারী পরোয়ানার আসামি গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের শাকিল আহম্মেদ, একই ইউনিয়নের রেজাউল সরদারদেরকে থানার উপ-পুলিশ পরিদর্শক বাবলা, সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন, গোপাল সাহা সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। রোববার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..