পাইপাইকগাছায় জমির বিরোধে অগ্নি সংযোগে পাল্টা পাল্টি অভিযোগ।কগাছায় জমির বিরোধে অগ্নি সংযোগে পাল্টা পাল্টি অভিযোগ।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।
পাইকগাছায় জমি-জমার বিরোধে রান্না ঘরে অগ্নি সংযোগ পাল্টা পাল্টি অভিযোগে একটি পক্ষ বলপাইকগাছায় জমির বিরোধে অগ্নি সংযোগে পাল্টা পাল্টি অভিযোগ।ছে প্রতিপক্ষরা আমাদেরকে ফাঁসাতে ঘরে আগুন দিয়েছে। অপর পক্ষ বলছে প্রতিপক্ষরা জমিতে ঘেরাবেড়া দিয়ে ঘরে আগুন দিয়েছে। রোববার সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার গদাইপুরে ঘটনাটি ঘটেছে। রান্না ঘরে অগ্নি সংযোগের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত আলী বক্স মোড়োলের পুত্র কবির, মনজরুল ও নজরুল গাজীর পুত্র ছহিল উদ্দীনের সাথে বিশ্ব রজ্ঞন চৌধুরীর জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে বলে জানাগেছে। এ ব্যপারে ছহিল উদ্দীন গাজী জানান, “আমার পিতা ও আলী বক্স মোড়ল ক্রয় সুত্রে ৪৪ শতক জমির মালিক। জমিটি এসএ ও বর্তমান জরিপ আমাদের নামে রয়েছে। তারা জোর করে আমাদের জমি ভোগ-দখল করে আসছে। রোববার সকালে আমরা আমাদের জমিতে ঘেরা বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা রান্না ঘরের এক কোনে আগুন ধরিয়ে আমাদেরকে ফঁসাতে চায়।” অপরদিকে বিশ্ব রজ্ঞন চৌধরী ও তার বাড়ির লোকজন জানিয়েছে যে, ছহিল উদ্দীন গাজী, কবির, মনজুরুল ভোরবেলা ঘরে আগুন দিয়ে জমি দখল করে ঘের-বেড়া দিচ্ছিল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে জানানো যাবে এটি সাজানো নাকি সত্য ঘটনা।