পাইকগাছায় চোরাই মোটরসাইকেল সহ দুই চোর গ্রেফতার!
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় চোরাই মোটরসাইকেল সহ দুই চোর-কে গ্রেফতার করেছে পুলিশ। জানাযায় দুটি চোরাই মোটরসাইকেল সহ আন্ত মোটরসাইকেল চোর সিন্ডিকেট-এর দুই সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত চোরদের বৃহষ্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান জানান, বুধবার দুপুরে গোপন সংবাদে জানতে পারেন উপজেলার কাটিপাড়া বাজারস্থ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে দুটি চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে। এ সময় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কাটিপাড়া এলাকায় মৃত্যু শাহামত গাজীর ছেলে আব্বাস ওরফে রনি গাজী(৩৩), সাতক্ষীরা জেলার আশাশুনি খানার বড়দল বাইনতলা গ্রামের মৃত আহম্মদ সানার ছেলে আনারুল ইসলাম সানা(২৫) কে আটক করা হয়। ধৃতদের স্বীকারক্তিতে তাদের কাছে থাকা চোরাই দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তারা আরো জানান, মোটর সাইকেল দুটি খুলনা শহর থেকে চুরি করে এনেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় আন্ত মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি করে থাকে। এর আগে তারা আরেকটি মোটর সাইকেল চুরি করে বিক্রি করেছে। পরে এই দুটি চোরাই মোটর সাইকেল বিক্রি করার সময় তারা ধরা পড়েছে।।