পাইকগাছায় উপজেলা হাসপাতাল ব্যাবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছা উপজেলা হাসপাতাল ব্যাবস্হাপনা কমিটির সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে কমিটির সভাপতি সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। বক্তব্য রাখেন কমিটির সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন, অধ্যক্ষ ডঃ শেখ শহীদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাস, চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। উপস্থিত ছিলেন ডাক্তার, নার্স, সাংবাদিকবৃন্দ। কমিটির সভাপতি সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে সকালে হাসপাতালে আসলে গেটের মুখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন।