পাইকগাছায় ইউনিয়ন বিএনপি-র নেতা মুসার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।
পাইকগাছায় বিভিন্ন এলাকায় জেলা ও উপজেলা বিএনপির নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, হিন্দুদের উপর অত্যাচার, মারপিট, লুটপাট, অগ্নিসংযোগ করার অভিযোগে লতা ইউনিয়ন বিএনপির নেতা আবু মুসা-র বিরুদ্ধে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম গাজী পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম গাজী শনিবার দুপুরে লিখিত বক্তব্যে বলেন, ৫ আগষ্ট রাতে উপজেলার লতা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আবু মুসা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে, দোকান পাটে হামলা ভাংচুর করে, এমন কি উপজেলা ও জেলা বিএনপির নেতাদের নাম ভাঙিয়ে চাঁদা আদায় করেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। একারণেই মুসার অত্যাচার থেকে রক্ষা পেতে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। পাইকগাছা প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে আবু তুহিন, ওমর ফারুক মিঠু, আক্তার, মাসুদ, জিয়ারুল, মনিরুল, মীর রুবেল ও শহিদ সান প্রমুখ।